টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠবে আগামী ২ জুন। এই আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইনজুরিতে থাকলেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিনের। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। বাঁহাতি স্পিনে সাকিবের সঙ্গে আছেন তানভির ইসলাম। ট্রেভেলিং রিজার্ভ হিসেবে হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুবকে নেওয়া হয়েছে।
বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ডালাসে ৭ জুন ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ । এরপর ১৩ জুন তৃতীয় ম্যাচে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের বিপক্ষে লড়বে শান্তরা।
যাদের নিয়ে দল ঘোষনা হলো- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হোসেন হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।