রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলা পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস জিএম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা কর্মকর্তা নাজমুন নাহার,সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, প্রথমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, সখিপুর ইউ,পি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী,দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ ফরহাদ হোসেন হিরা।দেবহাটা প্রেস ক্লাব সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান।দেবহাটা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মদনমোহন পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির সহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়।