আফ্রিকা ও ইউরোপের পর এবার এশিয়ার দেশ পাকিস্তানে এমপক্স শনাক্ত হয়েছে। এই এমপক্স পূর্বে মাংকিপক্স নামে পরিচিত ছিল। বাংলাদেশে মানুষের মধ্যে এমপক্সের লক্ষণ, যেমন- বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপক্স (মাংকিপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে।
এতে উল্লেখ করা হয়, মধ্য আফ্রিকার ডি আর কংগো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। আপনার শরীরে এর লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষণ দেখা দিলে ১৬২৬৩ বা ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করুন।
মাঙ্কি পক্স সম্পর্কে অনেকেরই এখনো তেমন কোনো ধারণা নেই। চিকিৎসকদের মতে, এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ। প্রাণীদেহের মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি।
সম্প্রতি অত্যন্ত সংক্রামক রোগে আক্রান্ত হয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ৪৫০ জন মারা গেছেন এরই মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আফ্রিকার কিছু অংশে এমপক্স বা মাঙ্কি পক্স প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগ ও জরুরি অবস্থা ঘোষণা করেছে।
মাঙ্কি পক্সের লক্ষণ – ১। কাঁপুনি দিয়ে জ্বর ২। মাথা যন্ত্রণা ৩। পেশিতে ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা ইত্যাদি মাঙ্কিপক্সের প্রাথমিক কিছু উপসর্গ।
এছাড়া মাঙ্কি পক্সে আক্রান্ত হলে শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে। শরীরে ছোট ছোট অসংখ্যা ক্ষতচিহ্নের দেখা মেলে। ধীরে ধীরে সেই ক্ষত আরও গভীর হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সুত্র-জাগো ডটকম