তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। যশোরের অভয়নগরে সড়ক দূর্ঘটনায় মাওলানা রাকিব উদ্দিন (পদ্মবিলা হুজুর) (৬০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা রাকিব যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস ও আকিজ জুট মিলস লিমিটেডের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আটটার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভ্যান থেকে নেমে যশোর-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা দেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী বলেন, দূর্ঘটনার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।