1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
নব অভ্যূদয়ের পর নুতনভাবে দেশ গড়ার আহবান পুলিশ সুপারের  - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল নির্বাচনের সাড়ে তিন বছর পর বিজয়ী শামসুজ্জামান অভয়নগরে পৃথক স্থানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীসহ ২শিশুর মৃত্যু নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আসাদুজ্জামান জনি গণঅভ্যুত্থানের বিজয়ীরাই দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের বিশেষ হটলাইন ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড ও জরিমানা বাঘারপাড়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা ৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন

নব অভ্যূদয়ের পর নুতনভাবে দেশ গড়ার আহবান পুলিশ সুপারের 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫৫ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

নব অভ্যূদয়ের পর নুতনভাবে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। হাজারও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কোনভাবে হাতছাড়া করা যাবে না। যেকোন মূল্যে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মানের এ যাত্রায় সকলকে সফল হতে হবে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম শ্যামনগরের বিট পুলিশিং সমাবেশে এসব কথা বলেন। বিকাল চারটায় উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন কিছু ব্যক্তির অপেশাদার ব্যবহারের কারণে পুলিশের সুনাম ক্ষুন্ন হয়েছে। সবধরনের প্রভাবমুক্ত থেকে পুলিশকে কাজ করতে দেয়ারও আহবান জানান তিনি।

নবাগত এ পুলিশ কর্মকর্তা আরও বলেন পুলিশ যেন বেপরোয়া আচারণ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। একইসাথে তিনি শ্যামনগর থানা থেকে লুন্ঠিত ও হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে সকলের সহযোগীতা কামনা করে সাফল্য পেলে পুরস্কৃত করার কথাও জানান। 

পুলিশ সুপার মুনিরুল ইসলাম বলেন মাদক ব্যবসায়ী কিংবা পেশাদার অপরাধীর কোন স্থান শ্যামনগরে হবে না। একইসাথে স্বচ্ছ ও পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে পুলিশকে সহযোগীতার আহবান জানান। এসময় তিনি মনোবল বৃদ্ধি করে পুলিশ বিভাগকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তার বিষয়ে উপস্থিত সহস্রাধিক সাধারণ মানুষের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন। 

এর আগে সমাবেশস্থলে পৌছালে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান ফুল দিয়ে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান। শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্তি পুলিশ সুপার সজীব খান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর মোল্যা, বিএনপি নেতা সাবেক অধ্যাপক ও ঢাবির এফ রহমান হলের সাবেক ভিপি আবু সাঈদ, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম, প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির প্রমুখ।

সমাবেশে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম হঠাৎ ৫ আগষ্ট পূর্ববর্তী সন্ত্রাসীদের পদচারণার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেন। এছাড়া যারা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ারও দাবি জানান।

এদিকে মঙ্গলবার বিকালে শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন হুমায়ন কবীর মোল্যা। ডিএমপি থেকে তাকে শ্যামনগরে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে বলেও সমাবেশে জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews