প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরার শ্যামনগরে শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দিলেন চট্টগ্রাম শ্রীশ্রী পুন্ডরী ধাম হাটহাজারী ম্যাকহলের অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী (প্রভু)।
মঙ্গলবার (১২ই নভেম্বর) সন্ধ্যা ছয়টায় শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দেন। এসময় তাঁর সাথে পূজা দেন খুলনা সেবাশ্রমের মহারাজ স্বামী বিপ্রানন্দ জ্বী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের সহকারি অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, খুলনা সম্মিলিত হিন্দু জোটের প্রকাশ চন্দ্র হালদার, গোপালপুর রাধা কৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারী, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ন-আহবায়ক ও হিন্দু বিবাহ রেজিস্টার সুজন কুমার দাশ, যুগ্ন-আহবায়ক ও লেখক, গবেষক, সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টু, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মনোদ্বীপ মন্ডল, শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের সহকারি পুরোহিত দেবব্রত ব্যানার্জি, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবুলাল মন্ডল প্রমুখ।
পূজা শেষ শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী (প্রভু) মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের সাথে ধর্মীয় আলোচনা করেন।