প্রতিনিধি, শ্যামনগর (প্রতিনিধি)। সাতক্ষীরার শ্যামনগরের ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীর উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখা। বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, রেজাউল ইসলাম, রনজিত বর্মন, মজনু এলাহী, নাজমুল হোসেন, আমিনুল ইসলাম বকুল, জয়দেব বিশ্বাস, সুমিত কুমার বিশ্বাস, শিক্ষার্থী মমিনুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন গোলাম কিবরিয়া বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের অফিসের মধ্যে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা চালিয়ে নাক্কারজনক ঘটনার জম্ম দিয়েছে। এমন অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের পর শাস্তির আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে বক্তারা আরও বলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে একই ঘটনার যাতে পুনরাবৃর্ত্তি না ঘটে সেজন্য প্রশাসনকে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নিতে হবে। একইসাথে হামলাকারী গোলাম কিবরিয়াসহ অপরাপরদের দ্রুত চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
উল্লেখ্য গত ১০ নভেম্বর একই বিদ্যালয়ের চাকুরীচ্যুত কর্মচারী পর্ণ ভিডিও তৈরীসহ নানা অপকর্মে জড়িত গোলাম কিবরিয়ার নেৃতত্বে প্রধান শিক্ষক আয়ুব আলীর উপর হামলা চালানো হয়। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম ছাড়াও সাত/আট দুস্কৃতিকারী অংশ নেয় হামলায়। পরবর্তীতে হামলার শিকার প্রধান শিক্ষক বাদি হয়ে গোলাম কিবরিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়/সাতজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় গত ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন।