1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
অভয়নগরে পানিবন্দি মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শফিকুল আলমের শাস্তি দাবি: মুক্তিযুদ্ধ মঞ্চের সরব প্রতিবাদ গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু, হামাসের প্রস্তুতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় শ্যামনগরে আনন্দ মিছিল কুড়িগ্রামে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা সাজু গ্রেফতার জেপিসি কমিটির বিরুদ্ধে মুসলিমসহ ভিন্নমত দমনের অভিযোগ মহাকুম্ভে পুণ্যার্থীদের জন্য মসজিদ-মাদ্রাসা ও ইমামবাড়ীর দরজা খুলে দিলেন মুসলিমরা আওয়ামী লীগ ও বিএনপির লড়াইয়ে রণক্ষেত্র ফুসরা গ্রাম, আহত ৮ ফাঙ্গিও-মসের চালানো মার্সিডিজ স্ট্রিমলাইনার বিক্রি হলো ৬৫০ কোটি টাকায় দাবি না মানলে রেললাইন ছাড়ব না, শিক্ষার্থীদের হুঁশিয়ারি শেখ হাসিনাকে এক শ কোটি টাকা ঘুষ দেয়া, সিমিন রহমানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য

অভয়নগরে পানিবন্দি মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৪৯ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া (যশোর)। যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ অঞ্চলসহ সুন্দলী ও চলিশিয়া ইউনিয়নের পানিবন্দি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃহস্পতিবার দিনব্যাপি কালিশাকুল সরকারিপ্রাথমিক বিদ্যালয় ও সুন্দলী ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, যশোর জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান ও যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রেহেনেওয়াজ। মেডিকেল টিম প্রধান হিসেবে স্বাস্থ্য সেবা প্রদান করেন, ডা. খন্দকার মামুন অর রশিদ ও ডা. মরিয়ম মুনমুন।

প্রতিটি ক্যাম্পে একজন করে চিকিৎসকসহ ২জন সিনিয়র স্টাফ নার্স, ১জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ করেন।

সকাল ১০টা থেকে সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান নিজেই রুগী দেখে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধর করেন।
উল্লেখ্য সম্প্রতি অতি ও ভারী বর্ষণে অভয়নগর উপজেলার ৩টি ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ডের মানুষ প্রায় ৪ মাস পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর স্বাস্থ্য প্রশাসন প্রথম থেকেই চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, রুটিন মাফিক ইপিআই টিকা, এইচপিভি টিকা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করছে। মেডিকেল ক্যাম্পে পানিবন্দি মানুষের পানিবাহিত রোগ যেমন- টাইফয়েড জ্বর, চুলকানী, পাঁচড়া, ডায়রিয়াসহ অন্যান্য রোগের মোট ১৬ প্রকার ওষুধ ফ্রি প্রদান করা হয়।

সিভিল সার্জন জানান, পানিবন্দি মানুষ সাধারণ জীবনযাপনে না ফেরা পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews