রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় উপজেলায় উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান আরা খাতুনের ৩৭ বছরের কর্মজীবনের সমাপ্তি এবং অত্র স্কুলের ৫ শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শাহিন হোসনের সঞ্চালনায় ও ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সহকারী ইনস্ট্রাক্টর সাহেদুজ্জামান, অত্র স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামেদা খাতুন, খেজুরবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, বিশিষ্ট সমাজ সেবক ও দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান (কামরুল),বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা ইউনিট সদস্য জিয়াউর রহমান (জিয়া), সখিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য সাজু পারভীন, অত্র স্কুলের শিক্ষক সিদ্দিকুর রহমান, শিক্ষিকা জাকিয়া খাতুন, আনজুআরা পারভীন, আরিফা খাতুন সহ সকল শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ । এসময় বিদায়ি শিক্ষার্থীরা তাদের বক্তব্যে স্কুল জীবনের স্মৃতি তুলে ধরেন।