চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদ একরামুল হক (২৯) নামের এক নেতাকে গ্রেফতার করেছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ। সোমবার রাত ১০টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ২ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার একরামুল চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পূর্ব গোমদণ্ডী গ্রামের এনামুল হকের ছেলে। তিনি বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বোয়ালখালী উপজেলা সভাপতি একরামুল হককে চান্দগাঁও আবাসিক থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার একরামুল ছাত্রজনতার আন্দোলনে হামলা-হত্যা মামলার আসামি। তাকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।