দেবহাটা প্রতিনিধি ৷ ফ্যাসিষ্ট শেখ হাসিনার শাসনামলে মিথ্যা নাশকতা মামলার আসামী ও কারাবরণকারী মহিউদ্দীন সিদ্দিকীর বিরুদ্ধে ভিত্তিহীন, মনগড়া, কাল্পনিক সংবাদ প্রকাশে দেবহাটা উপজেলা বি.এন.পির যুগ্ন আহবায়ক বৃন্দ যৌথ বিবৃতি দিয়েছেন। দলের মধ্যে ঘাপটিমেরে থাকা আওয়ামীলিগের দোসরদের বিভিন্নমুখী অপপ্রচারেরও নিন্দা জানিয়েছেন।
বি.এন.পির ত্যাগী সফল সংগঠক এবং একাধিকবার শেখ হাসিনার পুলিশের দায়ের করা মামলায় কারাবরনকারী মহিউদ্দীন সিদ্দিকীর বিরুদ্ধে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বৎসর তিনি কোন রাজনৈতিক মামলার আসামী হননি যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। সম্প্রতি খলিসাখালীতে কামরুল হত্যার ঘটনায় মামলার আসামিরা সক্রিয় হয়ে উঠেছে দেবহাটায় বিগত ৫ ই আগস্ট এর পর আইনশৃংখলা ব্যাপক অবন্নতি হবায় যখন দেব হাটা উপজেলা ব্যাপীঅস্থির বিরাজ করছে। ঠিক তখন থেকে মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ সভায় মাদক ব্যবসায়ী ও চোরাকাবারীদের আইনের আওতায় আনতে বক্তব্য রাখেন ও সোস্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তিনি দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করেছেন। অথচ ষড়যন্ত্রকারীরা দলীয় বিভাজন সৃষ্টির অনাকাংখিত অপপ্রচার করছে যা সম্পূর্ণ বানোয়াট,যারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক মিথ্যে সংবাদ প্রকাশিত করেছেন তারাই বিগত পালায়ন কূত সরকারের সুফলভোগী।
বিভ্রান্তিমূলক মিথ্যে সংবাদ প্রকাশিত বিবৃতীতে স্বাক্ষর দিলেন যারা, দেবহাটা উপজেলার সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী সহ দেবহাটা উপজেলা বিএনপি,সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহবায়ক বিএনপি, মোখলেছুর রহমান মুকুল, যুগ্ম আহবায়ক বিএনপি, আলহাজ¦ জাকির হোসেন যুগ্ম আহবায়ক, বিএনপি, মোঃ মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক বিএনপি, জি.এম হাসান সরাফী, যুগ্ম আহবায়ক বিএনপি, প্রভাষক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক বিএনপি,এ্যাড. জাহাঙ্গীর কাবীর বাবু, যুগ্ম আহবায়ক বিএনপি, আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক বিএনপি, রিয়াজুল মোল্যা, যুগ্ম আহবায়ক বিএনপি,হাবিবুর রহমান মাছুম, যুগ্ম আহবায়ক বিএনপি, সুমন পারভেজ,সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।