বঙ্গবন্ধুর আত্ন-স্বীকৃত খুনী প্রাক্তন সামরিক কর্মকর্তা মেজর ডালিম বহু বছর মিডিয়ার সামনে এসেছেন। ০৫ জানুয়ারী রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ইউটিউব লাইভ প্রোগ্রামে তিনি উপস্থিত হন। পুরো লাইভটি একসাথে ৫ লাখ অধিক মানুষ দেখেছে। লাইভের কমেন্ট সেকশনে দেখা যায়, ইতিহাস উৎসাহী জনতার বিভিন্ন প্রতিক্রিয়া।
প্রাক্তন সামরিক কর্মকর্তা মেজর ডালিম ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা সত্ত্বেও, সম্প্রতি একটি ইউটিউব লাইভে এসে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে, শেখ মুজিব মারা যাননি বরং একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। রবিবার সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে মেজর ডালিমের এই বক্তব্য। তিনি আরও দাবি করেন, “মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য।”
উল্লেখ্য, মেজর ডালিম অনেক বছর ধরে জনসম্মুখে উপস্থিত হতে দেখা যায়নি, তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল তিনি বেঁচে আছেন এবং তুরস্কে বসবাস করছেন।