মোঃনাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী “জাতীয় নাগরিক কমিটি”এবং”বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজারে সোমবার(১৩ জানুয়ারী) সকাল ১১টায় একটি লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক নাঈম আহমাদ, শরণখোলা উপজেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, আল মামুন খান, আব্দুর রহিম, সানাউল্লাহ, আল ইমরান, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম সদস্য সচিব সাব্বির আহমেদ সাব্বির আহমেদ, সদস্য নাহিদ হাসান, সাওফা মুন প্রমুখ।
এ সময় জুলাই গণহত্যার বিচার, বাহাত্তরের সংবিধান বাতিল, এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘোষণাপত্রসহ মোট ৭ দফা দাবি উত্থাপন করা হয়।