ডেস্ক নিউজ।।
ধানমন্ডি ৫-এ অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনে গতকাল রাত সাড়ে ১০টার পর আগুনের আঘাত পৌঁছায়। আগুন দ্রুত ভবনে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস আগুনের খবর পায়, তবে নিরাপত্তা নিশ্চিত না থাকায় তারা আগুন নেভাতে না গিয়ে থাকে।
সেই রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ক্রেন নিয়ে আসে ও পরবর্তীতে এক্সকাভেটর আনার মাধ্যমে মধ্যরাতে ভবন ভাঙার কাজ শুরু করে। রাত দুইটার নাগাদ ভবনের বড় অংশ ভাঙা সম্পন্ন হয়। এই সময় বিক্ষোভকারীরা স্বৈরাচার, ফ্যাসিবাদ, মুজিববাদ ও আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভের উন্মাদনা বাড়ায়।
পরবর্তী সকালে ফজরের নামাজের পর অনেকে ধানমন্ডি ৩২ নম্বরে গড়ে উঠা বিক্ষোভের দৃশ্য দেখে উল্লাস করেন। সকাল থেকেই ভারী যন্ত্র দ্বারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভবনটি ভাঙা হচ্ছে; একই সঙ্গে ভবনের চারদিকে মানুষের ভিড় জমে আছে। বেলা ১১টার দিকে অনেক অংশই গুঁড়িয়ে দেওয়া অবস্থায় নজর দেয়া যায়।
আজ বেলা পৌনে ১১টার দিকে সুধা সদনের দোতলায় আগুন জ্বলে ওঠা অবস্থায়, ভবনের সামনে ফ্রিজ, খাট, ওয়ারড্রব, সোফা সহ নানা আসবাবপত্র পড়ে আছে। নিচতলা থেকে চারতলার বিভিন্ন কক্ষে আগুন ও ভাঙচুরের চিহ্ন, কোথাও টাইলস খুলে ফেলা এবং পোড়া গন্ধ ছড়িয়ে থাকায় ঘটনাস্থলে উৎসুক কয়েকশ জনের ভিড় জড়ো হয়, কেউ কেউ তাদের অক্ষত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন।