ডেস্ক নিউজ।। ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ক্রাইম সিন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
আলামতের মধ্যে রয়েছে এক টুকরো হাড়, এক সেট জামা ও এক জোড়া জুতা। সিআইডি এখন খতিয়ে দেখছে হাড়গুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, তারা হাড়, জামা ও জুতা পরীক্ষা করে দেখবেন।
এর আগে, রোববার ফায়ার সার্ভিস কর্মীরা ৩২ নম্বরের বাড়ির বেজমেন্টে গোপন বন্দিশালার সন্দেহে পানি নিষ্কাশন করতে গিয়েছিলো। তবে সেখানে তারা কিছুই পায়নি।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইনে বক্তব্য প্রচারের জেরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িটিতে ভাঙচুর চালায়।