ডেস্ক নিউজ।
চলতি ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকা। প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর আগে, জানুয়ারি মাসে মোট ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। এছাড়া, গত আগস্ট থেকে টানা ছয় মাস প্রবাসী বাংলাদেশিরা প্রতি মাসে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।
ব্যাংকভিত্তিক রেমিট্যান্স পরিসংখ্যান অনুযায়ী, সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, কৃষি ব্যাংকসহ বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩০ লাখ ডলার।
তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকও তালিকায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের রেকর্ড ২০২০ সালের জুলাই মাসের ২.৫৯ বিলিয়ন ডলারকে ছাড়িয়ে গেছে।