রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।
২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়নে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ শামসুজ্জামানক অল্প সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত করে নৌকার প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হয়। কিন্তু এই নির্বাচনের ফলাফল কে প্রত্যাহার করে পুনরায় ভোট গণনা করতে আদালতের স্মরণাপন্ন হন লাঙ্গল প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুজ্জামান।
দীর্ঘদিন মামলা মোকাদ্দমা চলার পর বিগত ২৮/০১/২০২৫ ইং তারিখ বিচারক, নির্বাচনী ট্রাইবুনাল ও সদর সিনিয়র সহকারী জজ, ময়মনসিংহ পবন চন্দ্র বর্মন এর স্বাক্ষরিত আদেশে দেখা যায় ২৬/১২/২০২১ ইং তারিখে গৌরিপুর উপজেলাধীন অনুষ্ঠিত সহনাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিগত ১৩/০১/২০২২ইং তারিখের চূড়ান্ত ফলাফল এতদ্বারা বাতিল ঘোষণা করা হলো। পূন: গণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদের লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান, পিতামৃত- ইন্তাজ আলী (চেয়ারম্যান পদপ্রার্থী) সাং- গিদাউষা, ইউনিয়ন সহনাটি, উপজেলা -গৌরীপুর, জেলা- ময়মনসিংহ কে বিজয়ী ঘোষণা করা হলো। আদেশে আরো বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে গেজেট প্রকাশ সহ শপথ গ্রহণের ব্যবস্থা করতে সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ প্রদান করা হয়। প্রাপ্ত মোট ফলাফলে দেখা যায় নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন কাদের রুবেল ভোট পায় ৫৯৫৮ আর ৬২২৪ ভোট পান লাঙ্গল প্রতীকের মোঃ শামসুজ্জামান।
নির্বাচনের ফলাফল সম্পর্কে জানতে চাইলে মোঃ শামসুজ্জামান বলেন আমার আইনের প্রতি বিশ্বাস ছিল তাই দেরিতে হলেও আমি সুবিচার পেয়েছি। আমার এলাকার সকল জনগণকে আমার এই বিজয় উৎসর্গ করছি। অন্যদিকে নৌকার প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে পাওয়া যায়নি।