ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে রবিবার (১৬ই মার্চ) বিডফরসিজে প্রকল্প অফিস ও রমজাননগর ইউনিয়ন পরিষদে পানির ট্যাংক ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
কোডেকের বিডফরসিজে প্রকল্পের প্রকল্প অফিসার রাসেল আমীন এর সঞ্চালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু।
এসময় অন্যান্যদের মধ্যে রমজাননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা, মহিলা ইউপি মেম্বার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার দিপালী রানী গায়েন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ৭নং ওয়ার্ডের সদস্য মনোরঞ্জন মিস্ত্রি, কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সম্ভব হলে আরও সুবিধাবঞ্চিত পরিবার খুঁজে বের করে তাদের মধ্যে আরো কিছু বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংক বিতরণের অনুরোধও জানান ।”
ছবি।। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ।