ডেস্ক নিউজ।
কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক লজ্জাজনক রেকর্ড গড়েছে দলটি। ম্যাচে ৭৭ রানে পরাজিত হয়ে সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে টাইগাররা।
বাংলাদেশের ইনিংসের শুরুর অংশ ছিল বেশ প্রতিশ্রুতিময়। ওপেনার তানজিদ তামিম ৬১ বলে ৬২ রান করেন এবং দলীয় সংগ্রহ ছিল ১ উইকেটে ১০০ রান। তবে এরপর একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে যায়, যা ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড।
এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের, যারা ২০২০ সালে নেপালের বিপক্ষে ৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল বাংলাদেশ।
যদিও শেষ দিকে জাকের আলী অনিকের হাফসেঞ্চুরি হারের ব্যবধান কিছুটা কমায়, তবুও পুরো দল থামে মাত্র ১৬৭ রানে। শ্রীলঙ্কা ৭৭ রানে জয় পেয়ে এগিয়ে যায় তিন ম্যাচের সিরিজে।
বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ। সিরিজে টিকে থাকতে হলে আগামী ৫ জুলাইয়ের দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে।