ডেস্ক নিউজ।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত alleged গণহত্যার জন্য দায়ীদের বিচার দাবি করেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদন শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
সোহেল তাজ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদন “The Battle for Bangladesh: Fall of Sheikh Hasina” শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, “শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সাহসী যোদ্ধাদের, যারা তাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করেছে—এই গণহত্যার জন্য দায়ী সকলের বিচার করতেই হবে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী সহিংস অভিযানের অভিযোগ উঠেছিল, যার মধ্যে অনেককে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে বলে দাবি করে আসছে বিভিন্ন পক্ষ। এই অভিযোগের পেক্ষিতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম অনুসন্ধান চালিয়েছে, যার একটি হলো বিবিসির উক্ত প্রতিবেদন।
সোহেল তাজের এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং প্রতিবেদনটি শেয়ারের পর বিষয়টি নতুনভাবে জনচর্চায় এসেছে।