ডেস্ক নিউজ।
মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ের হত্যা-নৈরাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার এই নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে এবং যারা জনতা বা মব তৈরি করছে, তাদের গ্রেপ্তার না করায় প্রশ্ন উঠেছে।
শনিবার (১২ জুলাই) ঢাকার গুলশানে ‘জুলাই আন্দোলন’ উপলক্ষে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তারেক রহমান বলেন, “বিভিন্নভাবে স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিপরীতে যারা অবস্থান নিয়েছে, তাদের বিষয়ে আমরা বারবার সরকারকে সতর্ক করেছি। কিন্তু দেখা যাচ্ছে, একটি অদৃশ্য শক্তি এখন ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।”
তিনি আরও বলেন, “বিএনপি চায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক এবং এ বিষয়ে আমরা সর্বোচ্চ উদ্যোগ নেব।”
অনুষ্ঠানে বক্তৃতার একাধিক পর্যায়ে তিনি প্রশ্ন তোলেন, “যারা জনতাকে সংগঠিত করে সহিংসতা ঘটায়, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?”