ডেস্ক নিউজ।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। রবিবার ডাম্বুলার রাঙগিরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৮৩ রানের বড় ব্যবধানে জয় পায় লিটন দাসের দল।
লিটন দাস ব্যাট হাতে ৭৬ রানের ঝলক দেখিয়ে ম্যাচের সেরা হন। সঙ্গী শামীম হোসেন করেন ৪৮ রান। তাদের ব্যাটে ভর করেই বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৭৭ রান। পরে বোলাররা রীতিমতো তাণ্ডব চালিয়ে ১৫.২ ওভারে ৯৪ রানে গুটিয়ে দেয় শ্রীলঙ্কাকে।
ম্যাচে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ তিন উইকেট। সাইফউদ্দিন ও শরিফুল পান দুটি করে। উইকেটের পেছনে লিটন দাসও ছিলেন সরব—নেন দুটি স্টাম্পিং ও দুটি ক্যাচ।
দলের দুর্দশার শুরু কুশল মেন্ডিসের রান আউট দিয়ে, যেটি আসে শামীম হোসেনের সরাসরি থ্রোয়ে। এরপর একে একে ফিরেন পেরেরা, আভিষ্কা, আসালাঙ্কা, শানাকা—মাত্র ২৫ রানে পড়ে তিনটি উইকেট। ৭১ রানে পড়ে ছয় উইকেট। সর্বোচ্চ স্কোর আসে নিসাঙ্কার ব্যাট থেকে—৩২ রান।
বাংলাদেশের বোলিং আক্রমণে চাপ ধরে রাখেন মোস্তাফিজ, মিরাজ এবং রিশাদ। রানের গতিতে শ্বাসরুদ্ধ করে দেন স্বাগতিকদের। শেষদিকে বিনুরা ফার্নান্ডো আউট হলে মাত্র ৯৪ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার ইমন প্রথম ওভারেই ফিরলে পরে বিদায় নেন তানজিদ তামিমও। তবে লিটন-হৃদয়ের ৬৯ রানের জুটি এবং পরে শামীমের ৪৮ রানে লড়াইয়ে লড়াকু পুঁজি দাঁড় করায় সফরকারীরা।
শেষ ওভারে রান আউটের নাটকেও হাতছাড়া হয়নি লড়াই। জয় এনে দিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে টি-টোয়েন্টি জয় তুলে নেয় বাংলাদেশ।
টানা ছয় হারের পর এই জয় অধিনায়ক লিটনের জন্য যেমন স্বস্তির, তেমনি পুরো দলের আত্মবিশ্বাস ফেরানোর ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচে সিরিজ জয়ের লড়াইয়ে নেমে আরও নিখুঁত পারফরম্যান্স চাইবে বাংলাদেশ।