ডেস্ক নিউজ।
কিংস্টন, ১৫ জুলাইঃ কিংস্টন টেস্টে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের মুখে মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ। এই বিপর্যয়কর পারফরম্যান্সের ফলে ২০৪ রানের লক্ষ্যে নেমে রস্টন চেজের দল মাত্র ১৪.৩ ওভারে গুটিয়ে যায় এবং অস্ট্রেলিয়ার কাছে ১৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি সিরিজে হোয়াইটওয়াশ হলো।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দলের সাতজন ব্যাটসম্যান কোনো রান না করেই ফিরেছেন এবং দশজন ব্যাটসম্যান এক অঙ্কের ঘরে আউট হন। দলের সর্বোচ্চ রান ছিল জাস্টিন গ্রেভসের করা ১১ রান।
ওয়েস্ট ইন্ডিজকে এই ভয়াবহ ধসের মুখে ঠেলে দেওয়ার প্রধান কারিগর ছিলেন মিচেল স্টার্ক, যিনি মাত্র ৯ রানের বিনিময়ে একাই ৬ উইকেট শিকার করেন। তাকে যোগ্য সঙ্গ দেন স্কট বোল্যান্ড, যিনি ২ রান দিয়ে ৩ উইকেট নেন এবং ১৪তম ওভারে টানা তিন বলে তিনটি উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন।
এর আগে, ম্যাচের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১২১ রানে অলআউট হয়েছিল। সেই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের আলজেরি জোসেফ ২৭ রানে ৫টি এবং শামার জোসেফ ৩৪ রানে ৪টি উইকেট নিয়েছিলেন। এই ঐতিহাসিক সর্বনিম্ন স্কোরের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ ৭০ বছর আগের নিউজিল্যান্ডের ২৬ রানের রেকর্ড (১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে) স্পর্শ করতে পারেনি, তবে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের খাতায় নিজেদের নাম লেখালো।
সংক্ষিপ্ত স্কোর:– অস্ট্রেলিয়া: ২২৫ এবং ১২১,ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩ এবং ২৭
ফল: অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী। সিরিজ: তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।