টেলিগ্রাফ ডেস্ক।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ২৫ জন শিশু, একজন শিক্ষক এবং একজন পাইলট।
মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭৮ জন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের আইসিইউতে রাখা হয়েছে এবং দুইজন রয়েছেন ভেন্টিলেশনে।
বার্ন ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে মোট ১০ জন মারা গেছেন। নিহতদের মধ্যে রয়েছেন তানভীর (১৪), আফনান ফাইয়াজ (১৪), মাহরিন (৪৬), বাপ্পি (৯), মাসুদা (৩৭), এবি শামীম (১৪), শায়ান ইউসুফ (১৪), এরিকসন (১৩), আরিয়ান (১৩) ও নাজিয়া (১৩)।
ডা. সায়েদুর জানান, সোমবার দিবাগত রাতে ৮ জন এবং তার আগে আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বলেন, “আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশের চিকিৎসকদের পাশাপাশি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।”
বিমান বিধ্বস্তের এই ঘটনায় রাজধানীসহ সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের দাবি জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা।