নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঝটিকা মিছিল করেছে। চৌমুহনী রেললাইন সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি হাসান সড়কে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে প্রায় ২৫ থেকে ৩০ জন কিশোর-তরুণ অংশ নেয়। তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়। মিছিলে নেতৃত্ব দেন জিহাদ হাসান রতন, আর ভিডিও শেয়ার করেন সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব।
বেগমগঞ্জ থানার ওসি দেওয়ান লিটন জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।