বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে মায়েদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ১ আগস্ট টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, এ উদ্যোগের মাধ্যমে মায়েদের সম্মান ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। তিনি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের আশ্বাস দেন এবং নারী শিক্ষায় খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করেন।
ভবিষ্যৎ ভোটব্যবস্থা নিয়ে তিনি বলেন, “আমরা চাই জনগণের ভোটে সরকার গঠন হোক, দিনের ভোট রাতে নয়।” টুকু আরও জানান, তিনি টাঙ্গাইলের উন্নয়নে কাজ করতে আগ্রহী।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক নেতারা, যুবদল ও মহিলা দলের নেত্রীসহ অনেক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।