ওয়াহেদুল করিম, পঞ্চগড় থেকে,
জুলাই গণহত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‘জুলাই দ্রোহ’ আগামী ২ আগস্ট আয়োজন করবে পঞ্চগড় জেলা ছাত্রশিবির। আয়োজকরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দীর্ঘদিন ধরে বিচার বঞ্চিত এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হবে।
সমাবেশটি শুরু হবে বিকেল ৩:৩০টায়, ব্যারিস্টার কলেজ প্রাঙ্গণ থেকে। সেখান থেকে মিছিল আকারে অংশগ্রহণকারীরা অগ্রসর হবেন শেরে বাংলা চত্বরের দিকে, যেখানে মূল সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা আরো জানিয়েছেন, “বিপ্লবী ছাত্র-জনতার কণ্ঠে আবারও উচ্চকিত হবে জুলাইয়ে জ্বলে ওঠা আগুন। আমাদের সাথে আপনিও আসুন— শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে একত্রিত হই।”
উল্লেখ্য, জুলাই মাসে শহীদদের স্মরণে এবং ন্যায়বিচারের দাবিতে এই ধরনের কর্মসূচি আয়োজন করছে ছাত্রশিবির।