বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জুলাই ঘোষণাপত্রের দাবিতে আগামী রবিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা এতে অংশ নেবেন।
দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন জানিয়েছেন, সরকার ৫ আগস্টের মধ্যে ঘোষণাপত্র না দিলে আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশ থেকে নিজস্ব রূপরেখা ঘোষণা করবেন। ঘোষণাপত্র এলে সমাবেশ থেকে প্রতিক্রিয়া জানানো হবে এবং সেখান থেকেই পরবর্তী কর্মপন্থা নির্ধারণ হবে।
৩১ জুলাই সরকার বিএনপি, জামায়াত ও এনসিপিকে ২৬ দফা খসড়া পাঠায়, যা দলগুলো সংশোধন করে ফেরত দিয়েছে। সমাবেশে ফ্যাসিস্ট পতনের এক দফা দিবস উদযাপন ও নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা করা হবে।