1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টিআইবি: ১১ মাসে ৪৭১ রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেরোবিতে হয়রানির অভিযোগে অধ্যাপক বরখাস্ত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. রুহুল আমিন উত্তরায় উদ্বোধন ‘মুগ্ধ মঞ্চ’: গণতন্ত্র ও স্মৃতির মিলনস্থল দেশের মানুষ পরিবর্তন চায়, বাস্তবায়ন হবে অগ্রাধিকার: তারেক রহমান অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা; টিমে থাকছে যারা! ফেনীর মহিপালে শিক্ষার্থীদের বিক্ষোভে সরকারদলীয়দের হামলায় নিহত ৭ আহত শতাধিক শ্যামনগরে বজ্রপাত রোধে তালের চারা রোপণ শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা জুলাই অভ্যুত্থান গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ের প্রতীক: রাষ্ট্রপতি জোরপূর্বক জমি আদায়ে ব্যর্থ পুত্র, খাবারে বিশ মিশিয়ে বাবাকে হত্যা

টিআইবি: ১১ মাসে ৪৭১ রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

বাংলাদেশে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১১ মাসে ৪৭১টি রাজনৈতিক সহিংসতায় ১২১ জন নিহত এবং ৫,১৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় বিএনপির সম্পৃক্ততা সবচেয়ে বেশি—৯২ শতাংশ। এছাড়া ২২ শতাংশ ঘটনায় আওয়ামী লীগ, ৫ শতাংশ ঘটনায় জামায়াত এবং ১ শতাংশ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি জড়িত ছিল।

আজ সোমবার ঢাকায় টিআইবির মিলনায়তনে ‘স্বৈরাচারী সরকারের পতনের এক বছর: প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক প্রতিবেদনটি উপস্থাপন করেন গবেষক শাহজাদা আকরাম ও জুলকারনাইন।

প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক নেতাকর্মীরা চাঁদাবাজি, পরিবহন টার্মিনাল দখল ও ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জুলকারনাইন বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আইনের প্রতি শ্রদ্ধার অভাব ও অভ্যন্তরীণ শৃঙ্খলার ঘাটতি রয়েছে, যা অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা সৃষ্টি করে।

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে। জুলকারনাইন উল্লেখ করেন, সরকার কিছু ক্ষেত্রে দলীয় স্বার্থে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং ব্যক্তিগত স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা দেখা গেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ অনেকটাই সাময়িক প্রকৃতির এবং সুস্পষ্ট বাস্তবায়ন রূপরেখা নেই। কিছু ক্ষেত্রে রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। তিনি আরও জানান, নতুন রাজনৈতিক দল, সরকার ও কিছু রাজনীতিবিদ দুর্নীতি ও স্বার্থের সংঘাতে জড়িত।

“আমরা স্বৈরাচারের অবসান ঘটালেও ব্যবস্থাগত পরিবর্তনের জন্য যথেষ্ট পদক্ষেপ এখনো নিতে পারিনি,” যোগ করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews