বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, যা উপকূলের মৎস্যবন্দর কুয়াকাটা, আলীপুর ও মহিপুরকে প্রাণচাঞ্চল্যে ভরিয়ে তুলেছে। গত দুই দিনে এসব বন্দরে হাজার মণ ইলিশ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিদিন গড়ে ২০-২৫ টন ইলিশ সরবরাহ হচ্ছে এসব মোকামে।
মৎস্য ব্যবসায়ী ও জেলেরা জানিয়েছেন, বর্তমানে ছোট ও মাঝারি সাইজের ইলিশ বেশি ধরা পড়ছে। প্রতি মণ ছোট ইলিশ ৩০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে, অন্যদিকে এক কেজি ওজনের ইলিশ ৬৫-৭০ হাজার টাকা পর্যন্ত উঠছে। তবে বড় সাইজের ইলিশের পরিমাণ তুলনামূলকভাবে কম।
বুধবার সন্ধ্যায় ২০-২৫টি ট্রলার সাগর থেকে ফিরে আসে। এদের মধ্যে এফবি জামাল ট্রলার ৮০ মণ মাছ পেয়েছে, যার বাজারমূল্য ২৪-২৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এফবি মায়ের দোয়া পেয়েছে ১৩ লাখ ৫১ হাজার টাকার মাছ, আর এফবি তামান্না পেয়েছে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকার ইলিশ।
আলীপুর-মহিপুরের পাইকাররা জানান, মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। তবে জাটকা ইলিশ ধরা পড়ায় উদ্বেগও বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রলিং ট্রলার বন্ধ ও ছোট ফাঁসের জাল নিষিদ্ধ করা হলে বড় ইলিশের প্রাপ্যতা বাড়বে।
মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘‘সাগরে দীর্ঘদিন ইলিশের সংকট থাকলেও এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি পাওয়া যাবে।