বিডিটেলিগ্রাফ ডেস্ক।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হওয়া এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সরকার গঠনের পরিকল্পনা নিয়ে বিএনপির ভাবনার বিস্তারিত আলোচনা হয়।
তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। হুমায়ুন কবীর ফোনে পাওয়া না গেলেও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে বৈঠকের কথা স্বীকার করেছেন।
সূত্র জানায়, বিএনপি যদি নির্বাচনে জয় পায়, তবে তারা কী ধরনের রাষ্ট্র পরিচালনার রূপরেখা মেনে চলবে—এমন মৌলিক বিষয় উঠে আসে আলোচনায়। মার্কিন দূতাবাস থেকেও বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।