শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক। সাতক্ষীরার শ্যামনগরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনার সময় ৫০ লক্ষ টাকা মূল্যের পাতার বিড়ি, ক্যান্সারের ঔষধ ও বিভিন্ন মালামালসহ চারজন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের সদস্যরা ।
আটককৃত চোরাকারবারিরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের রহুল আমিন গাজীর ছেলে আজিজুল হক (৩৮), একই গ্রামের মুনসুর মোল্লার ছেলে দেলোয়ার হোসেন(৪৮), একই উপজেলার ভেটখালি গ্রামের ফারুক গাজীর ছেলে আশরাফ হোসেন (২৮)ও পৈষাখালি গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে সোবহান মোল্লা(৪০)।
সাতক্ষীরার কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমাণ্ডার মেজর ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসার সময় শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্যামনগরের কৈখালি ইউনিয়নের সুন্দরবন খাল থেকে সেনা সদস্যরা ৮১৪ পিস ক্যান্সারের ঔষধ কি মালাম, ১৬৮ পিস বিটেক্স মলম, ১৫৯৯০ পিস ডেরাসিরক্স, ৪৮৯ পিস বাট কি দাওয়া, ১০২০০ পিস মেল্টিওক্সালেন, ৪০ পিস ভালগান, ৬৬৪০০পিস পাতার বিড়ি, ১০ লাখ বাপ্পা বিড়ি, এক লাখ ৩৪০০ পিস চাচা বিড়ি মোট ১২ লাখ ৮০০ পিস পাতার বিড়ি জব্দ করে। ১৫ টি বস্তার মধ্যে ওই সব পণ্য ছিল। এসব পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত মালামাল ও চারজনকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।