ডেস্ক নিউজ।
বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন নেতৃত্ব নির্বাচনে কেন্দ্রীয় কাউন্সিল আজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, যেখানে ৩ হাজার ১৩১ জন চিকিৎসক ভোট দেবেন।
পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী তালিকা—হারুন-শাকিল, আজিজ-শাকুর ও স্বতন্ত্র প্রার্থী ডা. ওবায়দুল কবির। হারুন-শাকিল প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, অন্যদিকে আজিজ-শাকুর প্যানেলের নেতৃত্বে আছেন সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।
সর্বশেষ ড্যাবের ভোট হয়েছিল ২০১৯ সালের ২৪ মে। এবার কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিএনপি গত জানুয়ারিতে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন কাউন্সিলের উদ্যোগ নেয়। প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার জানান, সব প্রস্তুতি শেষ হয়েছে এবং যথাসময়ে ভোটগ্রহণ শুরু হবে।