বেনাপোল প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে বেনাপোল পৌর বিএনপির আয়োজনে পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সমাবেশে এ আহ্বান জানানো হয়।
তারেক রহমানের নির্দেশে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন খোকন এবং প্রধান বক্তা ছিলেন সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
বক্তারা বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহর থেকে গ্রাম পর্যন্ত কাজ চলছে। দেশের ভবিষ্যৎ রক্ষায় এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।