বিডিটেলিগ্রাফ ডেস্ক।
আয়ুর্বেদশাস্ত্রে বহুল পরিচিত ভেষজ উদ্ভিদ চিরতা বা কিরাততিক্তা ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে লিভারের সুরক্ষা ও ত্বকের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা জানান, তেতো স্বাদের এই ভেষজটি রক্তে শর্করা ও কোলেস্টেরল কমিয়ে দেয়, যা ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়।
চিরতার পানি নিয়মিত পান করলে অ্যালার্জি, বদহজম, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য কমে। এটি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে, অ্যানিমিয়া হ্রাসে সহায়তা করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। এছাড়া চামড়ার ঘা, সংক্রমণ ও কৃমি সমস্যায়ও উপকারী।
ঋতু পরিবর্তনের জ্বর, সর্দি-কাশি, হাঁপানি বা চুলকানির মতো সমস্যায়ও চিরতার পানি কার্যকর হতে পারে। আয়ুর্বেদিক চিকিৎসায় এই ভেষজটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য রক্ষায় ব্যবহার হয়ে আসছে।