বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজস্থানে নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ৪ রানে অলআউট হয়ে লজ্জাজনক রেকর্ড গড়েছে সিরোহী জেলা দল। জয়পুরে সীকরের বিপক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ২ রান আসে ওয়াইড থেকে, ১০ ব্যাটারই ফেরেন শূন্য রানে, কেবল একজন করেন ২ রান। ৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষ প্রথম বলেই ৪ ওয়াইড পেয়ে জয় নিশ্চিত করে।
ঘটনায় বিস্ময় ও হাস্যরস ছড়িয়ে পড়লেও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন বিষয়টি তদন্তে নির্দেশ দিয়েছে। ম্যাচ শেষে সিরোহীর সব নির্বাচককে বরখাস্ত করা হয়। জেলা ক্রিকেটে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বে অনুশীলন বন্ধ থাকায় এই পরিণতি অবশ্যম্ভাবী ছিল বলে মনে করছেন অনেকে।