1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশসহ বাকি প্রতিযোগী কারা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সজুড়ে অর্থনৈতিক কড়াকড়ির বিরুদ্ধে লাখ মানুষের বিক্ষোভ করাচিতে ইসরাইলবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া-চিকিৎসা-উৎসবভাতা বৃদ্ধির প্রস্তাব জুমার নামাজের নিয়ত,রাকাত সংখ্যা ও শর্তাবলি শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ ৩জন আটক মায়ের মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারানো লিটনের ১৪ বছরের শিকল জীবন চাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ঘোষণা হাসপাতালে ছাড়পত্র পেলেও পুরোপুরি সুস্থ নন নুরুল হক নুর মাদক,বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে কলমাকান্দায় শিক্ষার্থীদের শপথ মোহনগঞ্জে হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশসহ বাকি প্রতিযোগী কারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮৯ জন খবরটি পড়েছেন

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। এরপর সেখান থেকেই সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্ট নির্ধারিত হবে। অবশ্য এখনো গ্রুপ ভাগ হয়নি, তাই বাংলাদেশ কোন গ্রুপে পড়ছে এবং প্রতিপক্ষই-বা কারা, সেজন্য ড্র অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও জিম্বাবু‌য়ে‌তে জোড়া সি‌রিজ জ‌য়ের উল্লাস শেষ হ‌তে না হ‌তেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এরই মাঝে আবার আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের চোখ রাখতে হচ্ছে টাইগার যুবাদের।

সাধারণত দুই বছর পরপর যুবাদের বিশ্বকাপ আয়োজিত হয়ে থাকে। আগামী বছর এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৬ করা হয়েছে। অবশ্য ইতোমধ্যে অংশগ্রহণকারী সব দলের নামই চূড়ান্ত হয়েছে।আগেই বিশ্বমঞ্চে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল টাইগার যুবারা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৪ বিশ্বকাপে শীর্ষ ১০-এ ছিল বাংলাদেশ। ফলে, নতুন করে আর বাছাইপর্বে খেলতে হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।

স্বাগতিক জিম্বাবুয়েসহ সরাসরি সুযোগ পাওয়া দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া আঞ্চলিক বাছাইপর্ব থেকে আরও পাঁচ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আফ্রিকা থেকে তানজানিয়া, আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র, এশিয়া থেকে আফগানিস্তান, পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ থেকে স্কটল্যান্ড মূল আসরে জায়গা করে নিয়েছে।এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ পাবে। এরপর সেখান থেকেই সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্ট নির্ধারিত হবে। অবশ্য এখনো গ্রুপ ভাগ হয়নি, তাই বাংলাদেশ কোন গ্রুপে পড়ছে এবং প্রতিপক্ষই-বা কারা, সেজন্য ড্র অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews