বিডিটেলিগ্রাফ ডেস্ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়ারা ৮৪ রানের বড় জয় পায়। এর মাধ্যমে তারা ২–০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪৯.১ ওভারে ২৭৭ রান সংগ্রহ করে। ম্যাথু ব্রিটজকে ৭৮ বলে ৮৮ রান ও ত্রিস্টান স্টাবস ৮৭ বলে ৭৪ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা তিনটি এবং নাথান এলিস, জেভিয়ার বার্টলেট ও মারনাস লাবুশেন দুটি করে উইকেট নেন।
রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়া শুরুতেই বিপর্যয়ে পড়ে। ৩৯ রানের মধ্যে তারা হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। জশ ইংলিস একাই কিছুটা লড়াই করেন, তার ব্যাট থেকে আসে ৭৪ বলে ৮৭ রান। তবে প্রোটিয়া বোলার লুঙ্গি এনগিডি একাই তুলে নেন ৫ উইকেট। বার্গার ও মুথুসামি শিকার করেন দুটি করে উইকেট।
শেষ পর্যন্ত ১৯৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা ম্যাচ জেতে ৮৪ রানের ব্যবধানে।