দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুরে ২হাজার ৪৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইয়াছিন সাহেব (১৮) নামে
এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নয়মাইল কাচারী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ
অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ২ হাজার ৪৮০ পিস ট্যাপেন্টাডল
ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক সিজার মুল্য ৯ লক্ষ ৪৪ হাজার টাকা।
আটক ইয়াছিন ভেড়ামারা উপজেলার মহিষা ডাঙ্গা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সোমবার দুপুরে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার নয়মাইল কাচারী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ইয়াছিনকে ভারতীয় ২হাজার ৪৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ৯ লক্ষ ৪৪ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃত আসামীকে মাদকদ্রব ও মোটরসাইকেলসহ
মিরপুর থানায় মামলা দয়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।