প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার্থীরা https://dcuadmission.org সাইট থেকে ফলাফল দেখতে পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কাঠামো ও পাশ নম্বর: তিন ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। পাশ নম্বর নির্ধারিত হয়েছে ৪০। তবে বাংলা বা ইংরেজি বিষয়ে অন্তত ১০ নম্বর পেতে হবে।বিজ্ঞান ইউনিটে এইচএসসি পাঠ্যসূচি থেকে পদার্থ, রসায়নসহ চার বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বর। এখানেও ন্যূনতম ৪০ নম্বর না পেলে কেউ ভর্তি হতে পারবেন না। ব্যবসায় শিক্ষা ইউনিটেও এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় ১০০ নম্বর থাকবে।
মেধাক্রম ও ভর্তির নিয়ম: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর। এরমধ্যে এসএসসি থেকে ১০, এইচএসসি থেকে ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ হবে। কলেজ ও বিষয় পছন্দ অনলাইনে দিতে হবে। ২০ অক্টোবর বিষয় বরাদ্দ প্রকাশ করা হবে। ২৫ অক্টোবর ভর্তি শেষ হবে এবং ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।