জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৪৬টির সীমানায় পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ জানান, এই সীমানাতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকার আসনগুলোতে, যেখানে ২০টির মধ্যে ৬টির সীমানা পাল্টানো হয়েছে। এছাড়া গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টিতে উন্নীত করা হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টিতে নামানো হয়েছে।
খসড়া প্রকাশ ও শুনানির পর ১৮৯৩টি আপত্তি পর্যালোচনা শেষে কমিশন চূড়ান্ত সীমানা ঘোষণা করে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, প্রতিটি আসনে গড় ভোটার ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫শ। সমতা আনতে গাজীপুর ও বাগেরহাটে আসন সংখ্যায় পরিবর্তন আনা হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সীমানা পুনর্নির্ধারণকে বড় পদক্ষেপ হিসেবে দেখছে কমিশন।