টানা তিন মাস মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের জেলেরা সরকারি খাদ্য সহায়তা না পাওয়ায় মারাত্মক দুর্ভোগে পড়েছেন। বাগেরহাট, মোংলা, খুলনা ও সাতক্ষীরার প্রায় ১৮ হাজার জেলে এ সময় অনাহারে-অর্ধাহারে দিন কাটিয়েছেন বলে অভিযোগ করেছেন।
সাধারণত নিষেধাজ্ঞার সময় প্রতিজন জেলেকে ৮০ থেকে ১২০ কেজি চাল দেওয়া হয়। কিন্তু এবার প্রকৃত জেলেদের হালনাগাদ তালিকা সময়মতো চূড়ান্ত না হওয়ায় সহায়তা দেওয়া যায়নি বলে জানিয়েছে মৎস্য অধিদফতর। অন্যদিকে বন বিভাগ দাবি করেছে, তালিকা পাঠানো হলেও সমন্বয়ের ঘাটতিতে জেলেরা চাল পাননি।
সহায়তা না পেয়ে অনেক জেলে পরিবার চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালিয়েছেন। স্থানীয় সংগঠনগুলোর অভিযোগ, বন ও মৎস্য বিভাগের আমলাতান্ত্রিক জটিলতার কারণে হাজারো পরিবার তিন মাস মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে।