বিডিটেলিগ্রাফ ডেস্ক।
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে আগামী রোববার (২১ সেপ্টেম্বর)। বাংলাদেশ সময় রাত ১১টা ২৯ মিনিটে শুরু হয়ে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এ আংশিক সূর্যগ্রহণ। পুরো গ্রহণ চলবে ৪ ঘণ্টা ২৪ মিনিট।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রহণের মধ্যবর্তী সময় অর্থাৎ সর্বাধিক দৃশ্যমান হবে রাত ১টা ৪১ মিনিটে। তবে এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু এলাকায়।
ভারতীয় পঞ্জিকা অনুযায়ী, ২১ সেপ্টেম্বর অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ সংঘটিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পৃথিবীর একাংশ সাময়িকভাবে অন্ধকারে ঢেকে যাবে।
গত ৭ সেপ্টেম্বর বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল রক্তিম চাঁদের চন্দ্রগ্রহণ। মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।