বিডিটেলিগ্রাফ ডেস্ক।
‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। আগামী ২ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এ ছবিটির অগ্রিম বুকিং থেকে ইতোমধ্যেই আয় দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি রুপি।
প্রযোজনা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ১,৩১,৪৯১টি টিকিট বিক্রি হয়েছে। শুধু কন্নড় নয়, হিন্দি, মালায়ালামসহ বিভিন্ন ভাষার সংস্করণও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, মুক্তির দিন পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে।
ছবিটি সারা ভারতে ৫,১৯৫টি শোতে মুক্তি পাচ্ছে। নির্মাণ ও পরিচালনায় আছেন ঋষভ শেঠি, যিনি মূল কান্তারা ছবিতেও অভিনয় করেছিলেন। নতুন ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন জয়রাম, রুক্মিনী বসন্ত ও গুলশান দেবিয়া।
২০২২ সালে মাত্র ১৬ কোটি রুপির বাজেটে নির্মিত কান্তারা বিশ্বব্যাপী ৪০০ কোটির বেশি আয় করে আলোচনায় আসে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত প্রিক্যুয়াল নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।