বিডিটেলিগ্রাফ ডেস্ক।
এশিয়া কাপের উত্তাপ এখনো না মেটার আগেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আজ রোববার (৫ অক্টোবর) কলম্বোয় নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।
নারী ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড একতরফা। দুই দল এ পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে, প্রতিবারই জয় পেয়েছে ভারত। সব ফরম্যাট মিলিয়ে ভারত ২৪-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে।
তবে পাকিস্তানের সবচেয়ে বড় উদ্বেগ তাদের ব্যাটিং। প্রথম ম্যাচে দলটি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে। যদিও ফাতিমা সানা ও ডায়ানা বেগ বল হাতে ভালো করেছেন, অন্য বোলাররা সেই ছন্দ ধরে রাখতে পারেননি।
কলম্বোর একই মাঠে আবারও খেলতে নামা পাকিস্তানের জন্য কিছুটা সুবিধাজনক হলেও ভারত অনেকদিন এই ভেন্যুতে খেলেনি, ফলে হারমানপ্রিতদের জন্য এটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।
এশিয়া কাপে তিনটি ম্যাচেই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় নারী দল। বিশ্বকাপেও একই দৃশ্য দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর বলেন, “আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। তবে মাঠে নামলে প্রতিটি ম্যাচকেই সমানভাবে দেখি। ক্রিকেটেই আমাদের মনোযোগ।”
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বলেন, “আমরা সব দলের সঙ্গেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। ক্রিকেটীয় সংস্কৃতি মেনেই খেলব।”
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।