নিজস্ব প্রতিনিধি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির গণসংযোগ করেছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৫ টায় শ্যামনগর পৌরসভার মাইক্রোবাস স্টান্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে গণ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ডক্টর মনিরুজ্জামান মনির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলী, সদ্য সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপি সদ্য সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, সাবেক ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান প্রমূখ।
গণসংযোগকালে ড. মনিরুজ্জামান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। বিএনপি জনগণের দল, আমি এই এলাকার মানুষের ভোট ও অধিকার পুনরুদ্ধারে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণ আমাদের পাশে আছে। তিনি আরও বলেন, যিনি ধানের শীষে প্রার্থী হবেন, তাকে সকলেই ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করা হবে।
গণসংযোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ড. মনিরুজ্জামান একজন পরিষ্কার ভাবমূর্তির প্রার্থী, যিনি তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।