দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সম্ভাব্য প্রার্থী হাসনাইন নাহিয়ান সজিব ধানের শীষের পক্ষে ব্যাতিক্রমী প্রচারণা চালিয়েছেন। যা সাধারণ ও মেহনতি মানুষের দৃষ্টি কেড়েছে।
এদিন তিনি কয়েক‘শ ভ্যান গাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার তারাগুনিয়া থেকে শুরু করে আল্লারদর্গা বাজার, রিফাইতপুর এলাকা, দৌলতপুর থানা বাজার ,আখ সেন্টারমোড়, দৌলতখালী বাজার হয়ে মথুরাপুর বাজারে এসে এই শোভাযাত্রা শেষ করেন। এসময় বিভিন্ন বাজারে হাসনাইন নাহিয়ান সজিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আমাদের আগামীদিনের রাষ্ট্র পরিচালনার মুলমন্ত্র। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি আশা প্রকাশ করে আরো জানান, বিএনপি‘র কেন্দ্রীয় নেতৃত্ব দৌলতপুরের জন্য একজন সৎ, মেধাবী, স্বচ্ছ ও পরিচ্ছন্ন প্রতিনিধি বেছে নেবে।
এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল, ও যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী এই র্যালীতে অংশ নেন।