দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শীর্ষক আলোচনা ও আগামী দিনের দৌলতপুর উপজেলা বিএনপি‘র ভাবনা বিষয়ে উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উদ্দিন জুয়েল।
বুধবার সন্ধ্যায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া স্কুল বাজারে এ উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, উপজেলার ২২৬টি গ্রামে ঘুরে একটি কথা শুনতে পাচ্ছি ‘পরিবর্তন চাই“ এখন এই
শ্লোগানটি দৌলতপুরের নেতাকর্মী ও সমর্থকদের অন্যতম দাবীতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে যারা বিএনপিকে জিম্মী করে রেখেছে। চাঁদাবাজি, দখলবাজি,টেন্ডারবাজি, মানুষের উপর অত্যাচার, নির্যাতন চালিয়ে এসেছে সেই
জিম্মীদশা থেকে বের হয়ে আসতে চাই। মানুষ যেটা চায়, সেটাই করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বিষয়টি অবগত আছেন। তিনি আ্ররো বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সেই পরিবর্তন অবশ্যই আসবে।
এরপর তিনি রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া, বাবলু বাজার ও আশেপাশের এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় দৌলতপুর উপজেলা বিএনপি‘র প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন,বিএনপি নেতা আবিদ হাসান মন্টি সরকার, আলাউদ্দিন বাদল, পিয়ারপুর ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম, মনিরুজ্জামান মুনতাজ, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম সহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।