বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন তেলেঙ্গানা রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মার কাছে তিনি শপথ গ্রহণ করেন।
এটি ভারতের ইতিহাসে প্রথম, যখন কোনও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রাজ্যের মন্ত্রী হলেন। তবে আজহারউদ্দিন কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন তা এখনও ঘোষণা করা হয়নি।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিসহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আবেগঘন মুহূর্তে আজহার বলেন, “জাতীয় দলে আমার অভিষেক হয়েছিল ৩১ ডিসেম্বর, আর আজও ৩১ তারিখ—মনে হচ্ছে জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হলো।”
গত আগস্টে তেলেঙ্গানার বিধান পরিষদে কংগ্রেসের মনোনয়ন পান আজহারউদ্দিন। এর আগে তিনি কংগ্রেসের টিকিটে লোকসভা সদস্যও ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের এই পদক্ষেপ কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, তেলেঙ্গানার মন্ত্রিসভায় দীর্ঘদিন মুসলিম প্রতিনিধি এবং গ্রেটার হায়দরাবাদের কোনো সদস্য ছিল না। আজহারউদ্দিনের নিয়োগে সেই শূন্যতা পূরণ হলো।