প্রযুক্তি ও ইন্টারনেটের প্রসারে এখন ঘরে বসে আয় করা আর কল্পনা নয়, বরং বাস্তবতা। করোনাভাইরাস মহামারির সময় থেকে জনপ্রিয় হয়ে ওঠা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতি এখন বিশ্বজুড়ে টিকে আছে নানা আকারে।
বিশেষজ্ঞদের মতে, অনলাইনে আয় করতে চাইলে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, দক্ষতা ও নিরাপদ প্ল্যাটফর্ম সম্পর্কে সচেতনতা। তারা সতর্ক করে বলেন, অনলাইনে সুযোগের পাশাপাশি প্রতারণার ফাঁদও রয়েছে, তাই সতর্ক থাকা জরুরি।
বর্তমানে ঘরে বসে আয় করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং, ব্লগিং, গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ, ইউটিউব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনটেন্ট রাইটিং, ওয়েবসাইট তৈরি এবং গ্রাফিক ডিজাইন।
এছাড়া ডেটা এন্ট্রি, অনলাইন টিউটরিং ও অনুবাদ সেবার মাধ্যমে আয় করারও সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ধৈর্য ও দক্ষতা অর্জনের মাধ্যমে ঘরে বসেই একটি স্থায়ী আয়ের পথ তৈরি করা সম্ভব।